দৃষ্টিগোচর নীল আকাশে
খুস-খুসে মন চরকিবাজি ;    
পাখনা মেলে হাওয়ায় ভাসে
দুরন্ত চড়াই ।  
ঢেউয়ের দোলায় সাগরতীরে
পণ্যবোঝাই জাহাজ ফেরে ,  
মৎস্যলোভী শিকারী চিল  
জ্বলন্ত বড়াই ।
  
সাত সকালে সরল রোদে
নানা বর্ণে মরশুমি ফুল -  
যত্নসাজে, মাতাল কেয়ারি ;  
বিদ্যালয়ে ভুল খেয়ালে
জট-জটিলে শেষ বেঞ্চে
আমি ।  


ঠাণ্ডা এবার
আবছা থেকে গাঢ় ;  
বিশ্বাস এলো অবতল কাঁচ (কনভেক্স লেন্স) ছাঁকা ।  
কাঁধের খাঁজে ঢিলেঢালা বাঁধন নড়বড়ে ;  
গুরু-গুরু শব্দে বুক ফাটা ।  


জোড়া ইটে মশলা খাঁজে
অশ্বত্থ দেয় ঊঁকি ;  
পাড়ার দাদার চুটকি সাধ  
ভাল থাকিস খুকি ।  


পূজোর মন্ত্রে দিচ্ছে চাল ,  
করাল কালী খড়্গ হাতে ;  
শত চাঁদের ছায়ার জালে ডুবছে চাঁদ  
রাত-বেরেতে ।    
নাড়িয়ে লেজ, ডাঙার জলে
বোদ্ধা কুমির মুচকি হাসে ;  
কথার প্যাঁচে রসিক সাগর
আস্ফালনে ।  


বিদ্যা দেবী সরস্বতী -
সুর বাহারে রূপ সাগরে
মন্ত্রে হলাম
ভিন্নমতি ।  
পাগলাঝোরায়, অন্ধ সহিস  
খট্‌-খটাং শব্দপ্রীতি ;  


তখন আমি !
খোলা চাঁপা,  শ্রী শ্রীমতি ।