পোড়া কয়লার গন্ধ


দিনগুলো সব অসুস্থতার ঘোরে  
মায়ার বেশি বিভ্রান্তি
দেখি জগত জুড়ে ।
জাদুকরের খেলায় ......
বিবেক বুদ্ধি অবশ মনে - হায়,
মানে পরাজয় ।  


বেলাশেষ হঠাত শরত মেঘ,  
রবিমামার হয়েছিল গোঁসা ।
শহর দূরে নীরব নীপবীথি
সেদিন প্রথম দেখা ।  


আবীর কালো আলো, তোমার সোনা মুখে  
নন্দিত ছাই রঙা ছায়া ;  
হাতের মুঠোয় ঝিমিয়ে পড়া -
দুটো কনকচাঁপা ।  


শির ওঠা ন্যাড়া গোছ
হলদেটে তালপাতার পাখা ।  
নরম ব্যজন সময় বোঝেনি  
ছড়িয়েছে তাপ, ঘেঁষাঘেঁসি অঙ্গার ।


বুঝতে পারি বদলে গেছি
তোমায় কাছে পেয়ে ;  
মায়ার ছায়া, অতীত পরিচয় ।
কনকচাঁপার ডালে, সাঁঝের কালপেঁচা    
গুনগুনিয়ে গায় ।