আকাশ নীল, ঘন নীল
স্বর্ণাভ তট তীর ;
আনাগোনায় ছোট বড় ঢেউ
প্রেম ছিল নিবিড় ।
স্নিগ্ধ সন্ধ্যা ভরা আশ্বাসে
উচ্ছ্বাসী ঢেউ ডাকে -
কোমর জলে বিগলিত সুখ
রূপোলি ফেনার বাঁকে ।
ঢেউয়ের চূড়ায় নাম না জানা
অতিথির আনাগোনা ;
পরক্ষণে নির্জীব প্রাণ
বালুতটে ঠিকানা ।
সামলানো দায় পিপাসার ঠোঁট,
মধুময় ভালবাসা ।
ঠিকানা এখন বনলতা সেন ,
হোক বিদিশার নিশা ।
দেখেছি তোমার মোহময় রূপ
ছন্দের গুঞ্জনে ;
ঝিলিক দিয়েছে মুক্ত-মণিকা
ঝিনুকের আবরণে ।
সাগর তটের দ্বন্দ্ব সোহাগে
সুনীল আকাশ সাক্ষী -
ভদ্রবেশী ব্রহ্মারা পায়
অযাচিত লক্ষী ।
অভাগার প্রেম গণ্ডী মানে না
গর্জ্জনে থাকে ভয় ;
অর্দ্ধনগ্ন শিবের কপাল
হল শুধু বিষময় ।
ঢেউ আর তট সরলীকরণ
জানা অজানার পাকে ,
গভীর রাতে চাঁদের ছায়া
ত্রিকোণ প্রেম আঁকে ।