মিষ্টি দিন এলো রাতের স্বপ্নগুলো তোমার চোখে ঘুম ;
ভোরের আলো ছাদে , রাতের বেড়াল কাঁদে - কানামাছি ভয় ।
কাঁটা তারের বেড়া একটু ছাড়া ছাড়া, অনুরাগে কিন্তু ।
অপার রসিক মন অভিমানী যখন, তফাৎ রেখে হাঁটা ;
হিরণকিরণ সাজ মাথায় নেই তাজ ; চেনা, তবু অন্য ।
ব্যাকুল হিয়ার হাসি, অবহেলায় বাঁশী মালকোশে রাখাল ;
বাজে কথা থাক দূরে বাজে ঢাক, দেবদারুর সারি ।  
রক্ত জবা চোখ নতুন কোনও রোখ, ময়না বলে ‘রাধে’ ।  
মিষ্টি দিনে সাথী - হাজারো মোমবাতি, বুলবুলির শিষ ;
এলোমেলো কত, সেই পুরনো ক্ষত ; আমি অর্বাচীন ।