মোবাইলে এক নয়, চার চার বার -
রিং-টোনে ঋতু-গীতি ছয়ে , ছয়লাপ ।          
ওয়াটস্‌-এ্যাপ্‌ ‘কথা বল’ ম্যাসেজ ছোট,
পিকচার ফ্রেমে চোখ, দুটো পাশাপাশি -
একটা আমার আর অন্যটা তুমি।


তারপর ‘ই-মেলে’ দু লাইন চিঠি,
‘নেট’ ঘুরে তুলে আনা সাজানো ‘বুকে’।
সব শেষে প্রতিদিন ‘হ্যাঙ্গ আউট’ কল -
‘চ্যাটে’ ছবি, ঝুমকোর মায়াবী দোলা ;
মাঝপথে সুড়সুড়ি খরগোশ-তুমি ।


‘টর্ণেডো-টাইফুন’ বেদম ঢ্যাঁটা ,      
পশ্চিমে পাড়ি দেওয়া নীল দাঁড়কাক ।
‘হার্ভার্ড’, ‘ক্যালটেক্‌’ ডানা দুই ভারী
বেগে ধায় ‘ক্লাউডে’র দুরন্ত রথ  -
‘ডিজিটাল’ হাঁড়িকাঠে বোকা আসামী ।