সকাল শুরু, কাছে দূরে দুই কোকিলের ডাকে ;
নানান কথার আলিঙ্গনে সংক্ষিপ্তসারে ।
বিক্ষিপ্ত ভাবনা সারি, উড়ে ঘুরে সটান -
চুম্বক ডাক ক’টা শালিক ক্লান্তি বিহীন তান ।
ঈশান কোণে কালো মেঘ পাণ্ডুর সংশয় ;
আরশোলা আর মাকড়সা জোড়া অজানা ভয় ।


বেলা শেষের মিষ্টি আলো, রঙ মদিরায় হাসি -
বন্ধু ক’জন ডাক দিয়েছে ভ্রমণ পিয়াসী ।
গুঞ্জনে তান নিজের মনে, নিজের আচরণে ;
ঘর-বারান্দা দুপা হাঁটা সচল, সযতনে ।
ছন্দ মেনে গাল-গল্প, নামতায় নেই ছেদ -
ধারাবাহিক ধারাপাতে বিকোচ্ছে সব জেদ ।


জীবন লাটাই তোমার হাতে , ধীবর জালে প্রাণ ;
হরির লুঠের বাতাসাতে ভরা অম্লজান ।
ই্টের পরে ইট সাজিয়ে সদর্ভের বাড়ী -
মজবুত মন কোলাজ সাজে গর্বের রাশভারী ।
নিত্য নতুন মলাট ঘিরে আদর ভালবাসা -
ভরা তেলে প্রদীপ বাতি মুক্ত আলোয় খাসা।