ভাবের ঘোরে, আমার আঙুল যুদ্ধ করে ‘কি-বোর্ডে
কথা বলে তোমার সাথে, নিতুর সাথে, মিনুর সাথে ।
ডিনার শেষে রাত দশটা কুকুর নিয়ে বেড়িয়ে পড়া ,
সজনে ডাঁটার ওপর নীচে বাবুই চড়াই স্বপ্ন গড়া ।  
সোসাইটিতে সিকিউরিটি বাজিয়ে সিটি জানান দেয়
তোমার জিনিষ, তুমি বোঝ, বাদল যখন বিপর্যয় ।
গন্যি মান্যি এই সমাজে আমার একটা ‘স্ট্যাটাস’ আছে ;  
কলকে-জবা, গোলাপ-চাঁপা ফোটার আগে ভিক্ষে যাচে ।
সাদা কাগজ দোয়াত কালি গরহাজির আমার লেখায় ;
কড়া গণ্ডার হিসেব যেন ভেজাল ভরা অঙ্ক খাতায় ।    
মনোপাখী চুরি ক’রে ভর দুপুরে, আসে ঘুরে    
ময়না, তখন অলস ঘুমে ভাসিয়ে ছবি রাত নিশীথে ।  
গল্প নিয়ে তুমি আমি, সবাই কেমন বাঁচতে চাই ,
শুকিয়ে যাওয়া মগজ কোষে ‘বেশ তো ছিলাম’ আওড়ে যাই ।  
‘এন্টারে’ টোকা মেরে প্রেমালাপের বার্তা দূরে -      
বাবুই চড়াই আলাপ প্রলাপ কি-বোর্ডে আঙুল জুড়ে ।
এই জীবনে কাছের মানুষ ভবঘুরে, যাচ্ছে দূরে -
চাইলে সমাজ যখন তখন শূলে আমায় চড়াতে পারে ।।