{পূর্বকথা - আশা করি এই আসরের প্রত্যেকেই Film and Television Institute of India (FTII), পুনে ছাত্রদের ৯৫ দিনের স্ট্রাইক সম্বন্ধে অবগত আছেন। এখন ছাত্ররা sitting on a hunger strike since September 10 ঘটনার সূত্রপাত বি আর চোপড়ার বিখ্যাত সিরিয়াল ‘মহাভারত’ এ যুধিষ্ঠির ভুমিকায় অভিনেতা  Gajendra Chauhan এর  appointment as its chairman
The students claim that Chauhan lacks credentials for the post of the chairman, and that his appointment was politically motivated and they have now urged President Pranab Mukherjee along with 190 eminent filmmakers and artists to intervene and end the stalemate.
ভারত সরকারের অনমনীয় মনোভাব পরিস্থিতি জটিল করে তুলেছে । আমি নিজে অন্যান্য শান্তিকামী জনগণের সাথে ছাত্রদের অভিমানের সমব্যাথী এবং সুষ্ঠু সমাধানের পক্ষপাতী।
ঘটনার গতি-প্রকৃতি আমার মনে যেভাবে প্রতিফলিত হয়েছে তারই ফলশ্রুতিতে এই ছোট প্রতিবেদন। মতামত একেবারে নিজস্ব এবং কাউকে আঘাত করা উদ্দেশ্য নয়। - লেখক}  


মাঞ্জা দেওয়া সুতোয় যখন উড়ছে ঘুড়ি ;
পাশের বাড়ীর  ছাদে ‘ছায়া’ মেলছে শাড়ী -
বিজন বিপিন সাতনরী হার শুক ও সারী ।

নীল সাদার টুকরো কাঁথায় বঙ বেরঙের খেলা ;
ভাসাও এবার গেরুয়া রঙের ভেলা ।

ধরমবীর যুধিষ্ঠির মহাভারত মহান -
তোষামুদে অভিনেতা গজেন্দ্র চৌহান,  
অনায়াসে মাথায় আঁটল তাজ;
কলঙ্কিত আজ -  
গেরুয়াতে রামধনু খুন ।

গল্প করে এরা কারা, আকাশপানে চেয়ে,  
অভিমানে, কচি-কাঁচার দল -  
আঁকল ছবি ডিজাইনে, চোখে নিয়ে জল  
লেখা হল,
"ফিল্ম ইন্সটিটিউট পুনে" ।


জ্ঞান দীপ্ত যুধিষ্ঠির,
আমার মুক্তহারে  
কপটতায় সাঁঝের আলো
পূবের আকাশ, ভোরে ;  
আমার জিদ আমার খবরদারি ।  
ইচ্ছে করে পাকিয়ে দিল শক্ত-পোক্ত গিঁট
আককাটা ভণ্ড দণ্ডধারী ।


নেতা আমার বেদ-বেদান্ত ঘেঁটে,
লাট খাচ্ছে মধ্যমণি হয়ে ।  
‘যুদ্ধং দেহি’ নাও এ ভাসল তরী -
সাধ্য কি তোর, দেখাস মাতব্বরি !
ঘরের পাশেই মাঠ
শর্ত একটা থাক -
দ্রৌপদী না হলেই বা কি,
তোর উনুনে যুধিষ্টির ধরিয়েছে আঁচ ;  
দিচ্ছে হাওয়া আমার পারিষদ,
তোর মেয়ে মরদ পাবে পাঁচ ।  

জেল্লা নিয়ে, ঘুরে বেড়া চক্রব্যুহের ফাঁদে
বন্দুকটা আমার সাথী হনুমানের কাঁধে ।  


সুতোর টান আলগা হয়ে ঘুড়ি নামছে নীচে,  
মেরে টোকা সুতোয় -
খোঁজ চলছে কোন পকেটে হাওয়া ;
অর্জুন, ভীম হতে পারে কৌশলী বীর
থাকুক অন্তরালে -
আমার নেতার না-পছন্দের দলে ।  
ইতিহাস পাশের বাড়ীর 'ছায়া'
মেলুক শাড়ী রৌদ্রস্নাত ছাদে।