বেঁচে থাকার গল্প শুরু
রবি শশীর প্রেমের ছটা ;    
বছর বছর আসছে ঘুরে -
ঢাকের কাঠির ঝাঁকুনিটা ।  


চার দেওয়ালে সারি সারি
নীল সাদা রঙের আঁচড় ;  
তুলির টানে আর্তি সুখের
বাকি জীবন ফ্রেমেই কদর ।


ভেজা শিউলি শিশির ঘাসে  
নেশা ধরা গন্ধ বাতাস ;
চেনা রাস্তা রূপ আলেয়া
মুখ-মুখোশে নিশির ত্রাস ।


ডিজিটালের ঘেরাটোপে
হাতের মুঠোয় বর্হিবিশ্ব ;  
তিনটে পাকে মায়ের নীড়ে
গণেশ দাদার মহাবিশ্ব ।


অগোছালো এঁদোপুকুর
আধখানা চাঁদ দুপুর রাতে  
উদ্ভাবনী সাজে কামাল
কোন মা জেতে ভোটের সাথে  


গাঁয়ের ছেলে ঘুরছে শহর
জনস্রোতে বেভুল বেলা ;
জ্যান্ত মায়ের কলকলানি
লগ্ন শুরু সন্ধ্যেবেলা ।


ডিগ্রীধারী কিউট কেতো
মায়ের সাথে মর্তে প্রেম ।
রূপ যুবতী দলে দলে
অসুরটাকে দিচ্ছে ব্লেম ।


শহর ছেড়ে গাঁয়ে গঞ্জে
সরস্বতীর আসন পাতা ;
ভজাই জগাই জমির দালাল
একশো দিনের কাজের হোতা ।


পেঁচা সাথে ঘোর নিশীথে
লক্ষী ঘোরে বিদেশ বিভূঁই ;
কারখানায় ভরবে দেশ
নেপোয় এখন চাখুক দই ।


অসুর দলন চাউনি বিরূপ
অসন্তোষের উগ্র বিষ ;
ধুনোর ধোঁয়ায় তুমি আড়াল
ডমরু বোলে শিবের শিষ ।


সিংহ যতই নাড়ুক কেশর
অসুর মেতে ছলাকলায় ;
হোক না পূজো সজাগ মনে
আমরা সবাই এক পতাকায় ।