জেগে ওঠা ঘাস
জমাট শ্যাওলা ;
সাবধানে পা
হয়নি তখন ফেলা ।


খাঁড়ির মুখে রোধবতী
খাল বিল নদী -  
অবহেলার মিছিল করে,
ভাটার টানে জমছে এসে,
পচা গাঁধার মালা ।


আসবে জোয়ার ভাসিয়ে নেবে
আলিঙ্গনের কমলিনী সুখ -
পায়ে পায়ে ক’টা শালিক
কিচিমিচি ডাক ;  
তীরের মাটির নীরব অপেক্ষা ।


রবির কিরণ গোস্পদে জল  
বেগুনি আভার ঘটা -  
বকবকমে পায়রা শোনায়
নিজের ইচ্ছে-ললিত ;
জ্ঞানীগুণীর ভীড়ে -
মাছের চোখে বিঁধতে হবে তীর ;  
তোমার জিদে সৌন্দর্য্যের ছটা ।