শালবনে সন্দেহে ভোমরার গুঞ্জনে,
শালপাতে প্রজাপতি কাটিয়েছে রাত।
কবরের মাটি কিনে নিরিবিলি নির্জনে -  
দিয়া জ্বেলে শ্রীরাধা এ কি পরমাদ।
দিগন্তে রাঙা রবি বিষণ্ণ বাঁশরী;
ধুকধুকে কলিজার অনুনাদে লাজ।  
রতিবন্ধ প্রেয়সীর অনন্ত লহরী,
মাখো মাখো প্রেম যাচে বিমোহিত সাজ।


প্রচলিত রীতিনীতি নিদান বিধান,    
বিকলাঙ্গ ঝিনুকের লালায়িত গীত।  
অসময়ে মুকুলিত ছেঁড়া পরিধান -
পরগাছা সমাজের পারাবত মিত।


মনসিজ প্রেমসুধা চিরায়ত কাম,
অনিবার বাকমালা পরিমিত যাম।  


বিঃদ্রঃ - ‘ছাই কি মাটিতে মিশে’ মাননীয়া কবি ও আমার স্নেহ্সুধাময়ী আদরের বোন রাবেয়ার সাম্প্রতিক লেখা কবিতার অনুপ্রেরণায় এই রুবাইয়াত। এই লেখা তাৎক্ষণিক অনুভুতির বর্হিপ্রকাশ মাত্র।