দূরে অসীম শূন্য আকাশ
দিগন্তে হারা চিল ।
ঢেউয়ের দোলায় সাগরতীরে
পণ্যবোঝাই জাহাজ ফেরে
মৎস্যলোভী বেড়াল চোখের
তেরছা চাউনি ।


ঝিলিক মারা স্নিগ্ধ রোদে
মরশুমি ফুল যত্নসাজে
প্রান্ত কেয়ারি ।
পাহাড় ভেঙ্গে ঝর্ণা বেয়ে
তিরতিরিয়ে আসছে ধেয়ে
শৈত্য-সুন্দরী ।
  
দুগ্ধ-ফেনিল পাখনা মেলে
শান্তি-সুখের বক ;        
অবতল-কাঁচ ছাঁকনি গলে
ঘন নীলে,
ছড়িয়ে বিশ্বাস -  
স্যাত্‌সেতে হৃদয় খোঁজে  
জরাজীর্ণ
প্রেমের ইতিহাস ।  


কাঁচা হলুদ লজ্জা মেখে
ঝুঁটি বাঁধা সূর্য্যমুখী -  
জমি আগলে পড়ে থাকা  
কাটা ধানের হলদে খড় ।


এঁদোগলি জনা তিনেক
ব্যর্থ দিনের মরদ -
সেঁকছে শরীর উষ্ণ হাওয়া  
খড়কুটোর আগুন ।
অচ্ছেদ্যা ঘাসের রঙ
গিরগিটি ধূসর ।