অসাবধানে কাঁচ ভাঙে
টুকরো খোঁচায় আঙুল কাটে, রক্ত ঝরে ;
ব্যাথা আঘাত বহুল চিন্তা জটে ।  
নীরবতায় শিথিল স্নায়ু -
রাস্তা ভুলে, গ্রামান্তরে ছায়াপথে -
গা ছম-ছম শীত ;  
রঙে ছাপা, ছেঁড়া স্বপ্ন  
ফেলে আসা,  
ঠাকুরমার ঘুম পাড়ানো গীত ।  

বেরোজগেরে শব্দেরা সব
বাক্যির রেলগাড়ি -
কবিতায় ছারখার ।  
মোক্ষলাভে গঙ্গার জল
সাত্ত্বিক অবিচার ।    
বাতিস্তম্ভ, উচ্চদণ্ড
নীল সাদা লেড (এল ই ডি) আলোক-মালা ;    
নগর শোভার উদ্ধত শির ;  
প্রজ্জ্বলিত ভেপার ল্যাম্প
সুপ্ত জঠর জ্বালা ।  


চেটে পুটে,  
মেঝের তরল মাদক  
দুষ্টু ইঁদুর -
জাল বন্দী কলে ;    
মন মাতানো
কচিকাঁচা আম
দুলছে শাখা ডালে ।
বহ্ণিশিখায় পৌষমেলার
রিক্ত সিক্ত পরী -
ঘন কৃষ্ণ আঁধার আস্তরণ ;
উদাস আকাশ ছায়ায় মিশে
বসন্তের ফাগ !!
কানের পর্দা শোনেনি সেই কাঁপন ।  
চকমকি - এক ফালি চাঁদ ??  
ঝোপে ঝাড়ে ছায়ায় নেই দাগ ।