মাচা বেঁধে ছিপ - ফাতনায়  চোখ  
দুগ্‌গা পূজো শেষ ;
আবছা শীতের রেশ ।    
ইচ্ছে থাকে বলেও ফেলি -
যা মনে হয় তাই ;  
পাতার ফাঁকে পরিসরে
কাঠবেড়ালী লেজ ।  
ধুলিঝড়ে হাওয়ায় মিশে
পাঁচশো হাজার নোট !
শহর জুড়ে সমুদ্র মন্থন -  
ভাঙছে পাহাড় ব্রহ্মদত্যি তেজ ।      


ছোট জিনিষ বড় দেখার মেসিন,  
জোছনা আলোয় পলাশ কালো
পাগল বসন্ত ;  
ইঁদুড়-বেড়াল লুকোচুরি,
উঁকিঝুঁকি খাসা -  
ইকির-মিকির খেলছে এখন
ঝুলের মাকড়সা ।  


গোবলয়ে সলাজ যুবতী ;  
স্বেচ্ছাচারী কেষ্ট মেটায় তৃষা ।  
পায়ে হাঁটা মেঠো পথে
হাসনুহানার হানা
বস্ত্রহরণ কিসের অভিলাষ !  


কেউকেটা আসুক কাছে
বসুক নিরালায় -
লেটার বক্সে ঠিক ঠিকানা
চার দেওয়ালের মাপ ;  
জমিন আসমান
‘ভগা’র নামেই থাক ।  
শঙ্খ ফুঁ-য়ে, দোয়েল শীষে –
‘শ্রীনিকেতন’ জাঁক ;      
হঠাৎ ডাহুক উঠলো ডেকে
হোলির নিম্নচাপ ।