রামরহিম বিলাসিতা


খোলা আকাশ চিড়িয়াখানা সুর ঝর্ণায় ডাক -
মন্দিরে সিঁড়ি বেয়ে ঘণ্টা নেড়েছি ;  
বেগুনি-ফুল কলমি-শাকে জল জঙ্গল ফাঁক -
কুকুর চাটা আদর-বালিশ স্বপ্ন যেচেছি ।  


চিকচিকে সোনা রবি হিমবাহের ছাদে
ভালবাসার উঁচু চূড়ায় ‘প্যানে’র(Pan) ভয়াকৃতি ;  
গুচ্ছ চুলের ঘোরাফেরা স্নিগ্ধ খোলা কাঁধে
ধার করা তারার আলোয় বোদ্ধা ‘প্যান’ স্তুতি ।  


সাজিয়ে রাখা জিনিষ Rack এ  মাঝে গড়া পথ
হাতে নিয়ে প্রিয় ব্রান্ডের সুগন্ধি ধূপ ;  
‘মহা-জাগতিক’ সিদ্ধ কথা পোষণ অন্য মত
নক্সাকাটা রেকাবীতে ধূমায়িত সুপ ।  


ভবঘুরের ভাবনা ওড়ে, দূরের শকুন গন্ধ শোঁকে ;  
বোনা জালে রঙ্গিন মাছের
আসর দানাপানি -  
তাল গাছের ছায়ার খোঁজে, পেন্ডুলামের দোলায় বাজে ;
হিসেব দিনের চাবির দমে
বারোর বাবুয়ানি ।    


মরুর বালি, কাদায় মাখামাখি -
উটের চোখের জলে ;
ভাগ্যবানের বইতে বোঝা
ভগবান নেই দলে ।
হাতের ব্যাগে মন খারাপের গল্পগুচ্ছ বাঁধা ;  
টুকরো কথায় চিড়ে ভেজে - সা-রে-গা-মা-পা-ধা ।


Pan – মানুষ রূপী চতুষ্পদী ছাগ জাতীয় গ্রীক ভগবান । যার আকস্মিক আবির্ভাব এক ভয়ানক ঘটনা ।