পাহাড়ী রূপ সবুজ দ্বীপ - ব্যাস ব্যাসার্দ্ধে ধরা ;
ঘিরে আছে পাথরবাটির জল ।  
সমান্তরাল তীরের ঢিল, পাখনা মেলে ময়ূর
ঘন কালো মেঘে ওড়ে বক !  
বৈষ্ণবীর একতারা টান, কুহু কুহু অন্তরা
জড়া-জড়ি সিনান কাতর পায়রা ।  
এঁটেল মাটির পিছল কাদা্য বেসামাল বলদ  
খাঁজের ভাঁজে গরুর গাড়ীর চাকা ।  


খটখটে দাবানলে বেখেয়ালি জোড়া নিম্নচাপ ;  
ঠাসা ভীরে ট্রাফিক মোড়ে চমকায় বুক -  
সিঁদুর মাখা বেল পাতায়, পুরুতমশায় ;
ছাতার শিকের টিপটিপে জল ।


ঝোড়ো ধারা খোলা ছাদে সারি বাঁধা ডিশ-অ্যান্টেনা -
স্বপ্ন নিয়ে লম্বা মইয়ে ভেট ;  
বাঁচায় পিঠ কণা জলের গাছ-গাছালি পাতা !
ঝাঁপতালে দশ মাত্রার ঠেক ।  


দূর সফরে ক্লান্ত সময় গোমড়া মুখ ?  
নাম ধরে ডাক বিয়ের আগের দিন কটা !  
ছলছলে চোখ রাঙিয়ে দিয়ে ঠোঁট
অভিলাষের অভিমানে কয়েক ফোঁটা –


মাতাল মনে নেচে গেয়ে এলে তুমি !
বলিনি ভুল, ভেবে দেখো -  
সমারোহে বৃষ্টি এলো ।