আদর ভরা কটা কথা
সুপ্ত মনের নরম ব্যাথা -  
নধর গড়ন হাঁসের রাজা, জলে ডোবা লম্বা ঠোঁট ।  
ঊর্বশীর তাপে প্রলেপ
নাগকেশরী বৃহন্নলা -
পাড় দীঘির পানা-ডোবায় ভাটফুলের মায়াবী চোখ ।  


চাঁদের বাড়ী মানান তোফা  
করিডোরে ঝুলন সভা -        
অক্ষরের গোলাপ যুদ্ধ, চায়ের কেট্‌ল সময় চুরি ।  
কালো মেঘে পেখম মেলে  
কেকা ধ্বনির খাম-খেয়ালে  
ম্যারাথনে কোমড় নুয়ে পাশের বালিশ পাতছে আড়ি ।


কপাল জুড়ে ভক্তিলিপি
ইঞ্চি তিনেক লম্বা টিকা -    
স্মৃতি-আবেগ সপাট দ্বন্দে মাধুকরী কনীনিকা ।  
লাগামছাড়া তাতানো রোদ  
সবল পায়ে অলস গোদ -      
দূর ফলকে ঝিকিমিকি ত্রি-নয়নে মরীচিকা ।  


বাঁশের বাঁশি সুর লহড়ি  
ঘুঙুর দানার পীড়াপীড়ি -  
নাকের ডগার কচি লতি কাঁপন ঝড়ে বেদম প্রলয় ।  
ভাগীরথির দাবীর হুল        
জলঙ্গি হারায় কুল -  
বিভাজিত মায়াপুরে মহাপ্রভুর প্রেম আলয় ।    


চাঁদনিরাতে মিলন শোষ        
যাদু কথার শব্দকোষ        
ল্যাপটপের ফলিত জ্ঞানে যাদব-কেশব(১)পাগল ভোলা ।  
ব্রীফ-কেসে দিন, আরেঞ্জমেন্ট  
হল্লা রাজার মানেজমেন্ট -  
অলিগলির চিপস্‌ বালিতে হারিয়ে খোঁজা শ্যাওলা-জলা ।


(১)যাদব-কেশব – আমার কালের স্বনামধন্য ও শ্রদ্ধেয় অঙ্কের দুই মাষ্টার মশাই ।