ছাড়া ছাড়া ঘুম,
চোখের মণি ভাসে আঁধার স্রোতে,
রমিত ভ্রমণ      
তোমার কোমল আঙুল ;  
চওড়া কপাল, কোঁচকানো ভাঁজ ধাপ -  
আমি অবাক হয়েছিলাম ।


বন্ধ জানলা পর্দা-কাঁচের ফাঁকে,
দেওয়াল জুড়ে স্ট্রীট লাইটের
বিচ্ছুরিত আলো -  
রামধনু রঙ ছিটিয়ে ডানায়
মরাল দিলো সায় ;            
আমপাতা শান্তিজলে ভিজিয়ে নিয়েছিলাম ।  


কিচির মিচির বেতাল শানাই  
জংলা ঝোপে,
বিভ্রান্তি সকাল ।  
অবিরত ঘাত প্রতিঘাত
রবির কিরণ কণা ।        
স্মৃতিজালে ল্যাপটপে, উস্কে ওড়ে পাতা -  
রিমোট মাউস মাতাল ছন্দে,
আপন খেয়ালে ;  
মনমজানো গল্প ফেঁদেছিলাম ।  


অতীত সাঁঝে
সোহাগী ফালি চাঁদ......
অভিমানে খোঁপার বেলী সাজ ;          
শিকল বেড়ি
দাঁড়ের কাকাতুয়া,
মান অপমান সঞ্চিত সংশয় ।  
সুখ দিয়ে যায় পরিযায়ী পাখি ;  
বিবশ কোকিল শীত পেয়েছিলাম ।