তোমার চোখে কাব্য কায়া
রসিক  কলম ভিন্ন মায়া ;  
অরবিটে ভাবনা বেঁধে    
চুপিসারে হারিয়ে যাওয়া ।

পাশে পাশে হাঁটছ তুমি
মিশর দেশে গাঁ-শহরে ;  
ভেজা মেঘে শীত সকালে
আইসি-ওসি(আইসিস-ওসিরিস) মমির ক্লেশে ।  


তীর পেয়ে ঢেউ বালুচরে
বিদঘুটে বিকেল জীবন ;
তটভূমে ছিটকানো রোদ
বালুর দানা শ্যাওলা ঘন ।  


প্রথম আলাপ ডেজা-ভু (Deja-vu)
ক্লান্তি বানে ফেনার মিছিল ;  
হোক যুদ্ধ নয়তো পালাও
অ্যাড্রেনালিন শিরায় সামিল ।  


গণ্ডিরেখায় হাত বুলিয়ে
স্কেচ কলমে কীর্তনীয়া......  
ভিন্ন তালে ইচ্ছে পূরণ
সল্‌তে নতুন পিদিম দিয়া।