শীতের বাতাস ঘনায় সুবাস,
দড়ি বেঁধে খেজুর গাছের গুড়ি ;  
জ্যোতীষ শাস্ত্রে কাটা ছেঁড়া ছক  
তালকানা আঁধার রাতে শুঁড়ি ।  
শূন্য থেকে সাত বছরে কপাল বিধাতা -  
গুড়িয়ে পাহাড় দানাবালি সাগরতটে জমা ।  


বর্ষা শেষে মিঠে রোদের তেজ
দিন কেটে যায় পাই না কিছু খবর !  
গুমরে মরে মন আমার -
সঙ্ঘবদ্ধ গোলাম-বাদশাহ-বিবি ;
কাক কোকিলের ভালবাসা, বিশ্বাস -
বিকৃত সংসার ......  
অবাক জ্যোৎস্না মিথ্যে ভেজায় শরীর ।  


বান-ডাকা জোয়ার তাড়নায়
বাসি ইলিশ চাটনিতে মন মজে ;
ভেসে বেড়াই হিংসে তরী
এই জীবন খেয়া -
ময়ূরপঙ্খী ছটায় উল্লসিত ।
ভাগ্যে পাওয়া গরবিনী আদর-কাঙাল মেয়ে  
আজ এই বিশেষ দিনে .........  
বাড়িয়ে মাত্রা নিলাম কাছে টেনে ।


মানবতার উদ্ভাসিত কোরক –
স্বর্ণময়ী মেয়ে ;  
আমার বন্ধু হ’ল যখন -  
আবহগীত বেহালাতে নানান সুরে
বাজলো কানে ;
বেঘোর নিদ্রা খুঁজে বেড়ায় তমসিকার রূপ ।
খড়ের চালে শুঁড় জড়িয়ে লাউডগার
মোহান্ধ প্রেম ।  


খুবলে গর্ত পিপিলীকা রঙ গোলাপী লাল ;
অবাধ্য বাস্তব আনে অজানা সকাল ।  


ভরিয়ে ভুবন পাখনা মেলো  
কিরণ ছটা চোখের অগোচরে
জানুক ওরা তুমি আমার কে ?