এলো ফাগুন......


মহুয়া মাতাল হাওয়া, ভোমরার গুন-গুন  
ছোট ছোট গিঁটে বাঁধা লম্বা অতীত
টঙ্কারে কিঙ্কর তামাশা ।  
ঢিল বেঁধে রোজ ছুঁড়ি আকাশপানে
চোখ থাকে দূর ঐ ছাদে,  
চিলেকোঠা দরজায় হানবে আঘাত......
লুকিয়ে চেনা সে মানুষ, আঁচল উড়িয়ে
সকালটা চায় পেতে ভরোসা ।


মন উতলা......


গোছা ফুল তোড়াবাঁধা, ছায়ারোদ সোহাগী পলাশ -
রাত যায় দিন আসে মোবাইলে ঘুঘু বাসা      
হাওয়ায় সুরেলা শিষ কষাকষি অভিলাষ  
পাতা ঝরা শীত বায়ু সমাহার ।


কামনা কামড়......


বনরাজি অপ্সরা এক বক দুপুরে
চোখে চোখ অপলক, রাঙ্গামাটি ক্যানভাসে ।      
জমানো কঠিন রোগ ঘুসঘুসে জ্বর ব্যথা  
অসময়ে ছেঁড়া সুখ ভাবনা .।


আসুক না হয়......


কথা ছিল দেখা হবে চেনা সে দীঘির পাড়,  
পোষমানা মাছ আমি, কাটবো সাঁতার ।
জমি ছোঁয়া কচি ঘাস, আমার ঠোঁটে
সুয্যি হেলেছে পাটে আকাশটা লাল ;
রাখালের নেই ফেরা গোঠে ।  


তুমি বলেছিলে.........


ছবিটা মিলিয়ে নিতে ওল্টাবে পাতা,  
কথা দিয়ে হয়নি অন্যথা ।  
এবড়ো খেবড়ো পথ সমাজের রসিকতা
কথাকলি এযাবৎ, প্রচ্ছদে কবিতা ।