বিজয়ের উল্লাসে, মেতেছিল মুক্তি-সেনা ভাই ।
এমনতর উল্লাস-স্রোত, কোথাও দেখি নাই !
লড়াই করা হ’ল সারা
মা হয়েছে ছেলে হারা,
বিজয় আনলো যারা
তাদেরে না পাই ।
বিজয় সুখের সেই জোয়ার, ফের দেখতে চাই ।
বাংলার শ্যাম বনানী, পেলো নব যৌবন !
গুলিবিদ্ধ বঙ্গবীর, ফিরে পেলো জীবন ।
মায়ের অশ্রু শুকালো,
বাবার প্রাণ জুড়ালো ,
বোনের আশা ভরালো
খোকার আগমন ।
ক্ষত-বিক্ষত বঙ্গবাসী, লভিলো আপন ধন ।
সাত কোটি মানুষ জাগে, বঙ্গ বন্ধুর ডাকে !
শপথ নিলো বঙ্গবাসী, বাঁচাতে বঙ্গমাকে !
লাখো তাজা প্রাণ ঝরলো ,
অস্ত্র হাতে যুদ্ধ করলো ,
মা বোন সম্ভ্রম খোয়ালো
ধ্বংস বলে যাকে !
ছিনিয়ে আনলো বঙ্গমাকে, বঙ্গ বন্ধুর ডাকে ।
সাতচল্লিশে এসেও দেখি, উত্তাল হানাহানি ।
আজ অবধি মুছেনাই, পরাধীনতার গ্লানি ।
মনে বড় ব্যথা পাই ,
বিচার বিবেক নাই ,
কারে মারি কারে খাই ,
শুধু রাহাজানি ।
অবিরাম ঘটে চলছে কত প্রাণের হানি ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান, অংশ নিলো যুদ্ধে ।
অস্ত্র হাতে শপথ নিলো, পাকিদের বিরুদ্ধে ।
দশের লাঠি একের বোঝা,
প্রবাদ বাক্য আছে সোজা,
হার মানলো পাকি-খোজা
সেই মুক্তি যুদ্ধে ।
রক্ত দিয়ে দেশ জিতলো, সেই গেরিলা যুদ্ধে ।
নয় মাস চললো যুদ্ধ, পাক হায়েনার সাথে ।
পানিতে মরলো পাক সেনা, মরলো কত ভাতে ।
সৎ সাহসী মুক্তি সেনা,
তাদের কাছে আছি দেনা ,
তাদেরে কেউ ভুলবেনা
কোন অপঘাতে ।
কেমনে তাদের ঋণ শুধি, ভাবি দিবা-রাতে ।
বিজয় বড় ব্যথার, বিজয় অতি আড়ম্বর !
সেই শুভ দিন আমাদের, ষোলই ডিসেম্বর !
পতাকা উড়াই দেশে,
গান গাই কেঁদে হেসে
পুলকে যাই যে ভেসে
অশ্রু ঝরে অঝর ।
বিজয় দিবস চিরতরে, ষোলই ডিসেম্বর ।
দুঃখ-সুখের সংমিশ্রণে বিজয় এলো দেশে ।
স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর, স্বপ্ন সফল শেষে !
বিজয় কত স্বপ্ন-ভরা,
বিজয় কত রক্ত ঝরা ,
বিজয় শহীদি মরা
বিজয় সর্বনেশে ।
লাখো মানুষ শহীদ হ’ল, দেশকে ভালবেসে ।