আজ মনের মুকুরে ভাসে শত স্মৃতি
একান্তে স্মরণ করি মাতৃস্নেহ-প্রীতি
জন্মিলে মরতে হবে চিরসত্য রীতি-
এ বিশ্ব মাঝারে।

সুন্দর বসুধা দেখে সাধ মিটে নাই
মায়ের স্নেহ-পরশ কোথা গিয়ে পাই
জনমে জনমে সেই ফিরে পেতে চাই-
প্রতি বারে বারে।

মাতা পিতা ভাই বোন যত আছে সাথী
সকলের নিভে যাবে জীবনের বাতি
তাথাপি রবে প্রাণীকুল অজস্র জাতি-
জগতের মাঝে।

এ ভব-মঞ্চের নাট্য দেখেছি তো বটে
অযাচিত পরিহাস ছিলো ভাগ্যপটে
যশ-অযশ ভেসে আসে জীবনতটে-
সে অন্তিম সাঁঝে!!

জীবন প্রদোষ ক্রমে হতেছে ঘোরালো
গৌর বরণ কলেবর হতেছে কালো
সহসা মিলিয়ে যাবে জীবনের আলো-
ঘোর অন্ধকারে।

আজীবন যাত্রাপথে টেনেছি যে ঘানি
দুঃখ-সুখের মাঝে সতত হানাহানি
চাহিদার অন্ত নাই বিলক্ষণ জানি-
নশ্বর সংসারে।

মধুর শৈশব আজ খুব মনে পড়ে
কলহাস্যে সুধা ঝরতো কচি অধরে
ঝিনুক কুড়াতাম কত নদীর চরে-
চপল উল্লাসে।

হর্ষময় বাল্যকাল আসবে কি ফিরে?
বনেতে আনাগোনা আম-জামের ভিড়ে
সেই স্মৃতি মনে হ’লে ভাসি আঁখি নীরে-
নিঠুর প্রবাসে!!

জীবনস্মৃতি সুপ্ত মনে করে দংশন
দেশাত্মবোধ জাগে হৃদয়ে অনুক্ষণ
নশ্বর ভুবনে সংক্ষিপ্ত এই জীবন-
স্মৃতি ভিন্ন ভিন্ন।

গোছাতে চাই বিক্ষিপ্ত কিছু স্মৃতিসার
ঘুণপোকা খেয়ে তা করল কি অসার?
ধরাতল মোহমঞ্চ মিছে অভিসার-
স্মৃতি ছিন্নভিন্ন।

জীবনে ভালবাসা এসেছিলো নীরবে
সাদর পায়নি ব’লে পালিয়েছে কবে
তার আশা ছিল আমার হ’য়ে রবে-
চিরদিনের জন্য।

আছে মম জীর্ণ ট্রাঙ্কে তার লেখা-চিঠি
আমার প্রথম প্রেম সে প্রিয় অতিথি
আজো তারে মনে পড়ে খুব যথারীতি-
তা’তে আমি ধন্য।

যতোসব স্মৃতি আছে এ জীবন ঘিরে
মনের মুকুরে ভেসে উঠে ফিরে ফিরে
সহসা ডুবে যাই অঝর আঁখি নীরে-
হ’য়ে বন্ধুহারা!

মম সাথী এতকাল ছিলো যারা পাশে
একে একে দিলো পাড়ি অচিন নিবাসে
আর পাবো না বন্ধুবর্গ মম সকাশে-
গত হলো যারা।

উচ্চাশা পুষে চলি রঙিন স্বপ্ন ল’য়ে
যতক্ষণ আছে শ্বাস অনিত্য আশ্রয়ে
জীবনস্মৃতি থাকবে কি অম্লান হ’য়ে-
প্রশ্ন উঠে মনে।

সকালে হেঁটেছি চার পায়ে ভর ক’রে
দুপুরে হেঁটেছি দু’পায়েতে স্বনির্ভরে
সন্ধ্যাকালে হাঁটি তিন পায়ের উপরে-
স্মৃতির অঙ্গনে।

এ কথার অর্থ বলো সকল পাঠক
কথার প্যাঁচে এখানে করেছি আটক
ধাঁধাখানি শক্ত নয় সহজ নিছক-
জটিলতা নাই।

জীবনস্মৃতি কাব্য দিলাম উপহার
অসমাপ্ত স্মৃতিকথা পেলো কি বিস্তার?
জীবন স্মৃতি করি হেথা উপসংহার-
ইতি টেনে যাই।।

শব্দার্থঃ প্রদোষঃ সন্ধ্যা। সকাশেঃনিকটে।
নিবাসঃআবাস।সুপ্তঃঅপ্রকাশিত,ঘুমন্ত।
মুকুরঃআয়না।ঘোরালোঃগাঢ়,অন্ধকারময়।
কলেবরঃশরীর,দেহ,কায়া।চপলঃচঞ্চল।
অন্তিমঃশেষ বা জীবনের শেষ সময়।
বিক্ষিপ্তঃএলোমেলো,অবিন্যস্ত।