-সিল্ভারস্প্রিং মেরীল্যান্ড
‘করোনা’ কেড়ে নিচ্ছে প্রাণ, দেশে ধেয়ে এলো ‘আম্পান’,
দোঁহে মিলে বিষাক্ত করল পরিস্থিতি,
সুপার সাইক্লোন নাম, ধ্বংসিলো সে হাজারো গ্রাম,
প্রকৃতির কেমন এই নির্মম নীতি?
উপকূলীয় নরনারী, আবালবৃদ্ধ অনাহারী,
‘আম্পান’ ফল-ফসল করেছে হরণ,
মাছের ঘের ছিল যত, ঝড় করেছে কুক্ষিগত,
চাষীদের দুরবস্থা, জীবন্ত মরণ!
জলোচ্ছ্বাসে ভাঙল বাঁধ, ঝড় শোনেনা প্রতিবাদ,
ভুক্তভোগীর দুর্দশা বোঝেনা ‘আম্পান’,
ঘর-বাড়ি গবাদি পশু, হ’রে নিয়েছে এই দস্যু,
খেয়ে নিলো হিংস্র ঝড় মানুষের প্রাণ!
কিভাবে বাঁচবে জীবন, হারালো যারা মূলধন,
ত্বরিত জরুরী তাদের পুনর্বাসন,
সরকার যদি দয়া করে, শূণ্য আধার যাবে ভ’রে;
ক্ষতিগ্রস্ত ফিরে পাবে নতুন জীবন।
লকডাউন ঢিলে করে, সে কারণে লোক মরে,
‘করোনার’ উপদ্রব বাড়ে প্রতিদিন,
আতঙ্কে আছে বিশ্ববাসী, কারো অধরে নেই হাসি,
গৃহবন্দী থেকে তারা অস্তিত্ববিহীন।
প্রতিষেধক দিবে বলে, মঙ্গল হবে তাই হ’লে,
ক’টি দেশের গবেষণা সচল আছে,
কবে ফুটবে সুপ্ত আলো, ঘুচবে তমসের কালো,
দূরত্ব ভেঙে দিয়ে থাকব কাছে কাছে।
আর তো ভালো লাগেনা, অবরোধে মন বসেনা,
অদৃষ্টের কি পরিণতি কেউ জানে না,
বাঁচি কিবা মরি ভবে, কালপরশু কিযে হবে,
চপল মন বন্দীদশা আর মানে না।
পৃথিবী আজ মৃতপ্রায়, মানুষ বন্দী পিঞ্জরায়,
স্থবির হয়ে জনপদ ঠায় দাঁড়িয়ে,
কোথায় ঈশ-উপাসনা, দেবালয়ে নেই ভজনা,
ধর্মপ্রাণ মানুষ কাঁদে পূজন হারিয়ে।
‘করোনা’ করে প্রাণহানি, ‘আম্পান’ অতি হিংস্র জানি,
ব্যাপক ধ্বংস করে ওরা যার ইচ্ছে যা,
দুই শত্রুর অত্যাচার, অস্বাভাবিক দুরাচার,
দুঃসময়ে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’!!
শব্দার্থঃ মড়া-শব,লাশ।
খাঁড়া-খড়্গ,তরবারি।