নববর্ষ এলো ঘরে, তাই হর্ষধারা ঝরে,
তাকে ঘিরে বহু আয়োজন,
হর্ষময় শুভদিন, তাই বাজে বাদ্য-বীণ,
ঘরে ঘরে আসে প্রিয়জন।
সনাতন প্রথামত, পুরাতন হয় গত,
নবরূপে নববর্ষ আসে,
খ্রীষ্টের এ জন্মবর্ষ, হৃদয়কে করে স্পর্শ,
ধরাধাম হর্ষধারে ভাসে!
অনাবিল আড়ম্বর, পরিচ্ছন্ন নীলাম্বর,
তপন উঠিছে নীলাম্বরে!
সকল জড়তা ত্যজি, নবগীতি গাবো আজি,
উৎসব হবে সাড়ম্বরে!
বিগত জরাজীর্ণতা, মুছে লব আবিলতা,
নবকে বরিব নবসুখে,
ধনী-দরিদ্রসকল, বাঁধো শক্ত মনোবল,
নূতনের স্তব কর মুখে,
নরহত্যা বন্ধ হোক, সেই দিকে রাখো চোখ,
নরহত্যা চাই না আবার,
কেন হত্যাযজ্ঞ হেন, দানবীয় কাজ কেন,
হন্তার চাই সুষ্ঠুবিচার,
ধর্ষক তো পশু নয়, মানুষযে পশু হয়,
ওদের কি মাতা-ভগ্নি নাই?
শক্তহাতে ধরে আনো, হাতে-পায়ে বেঁধে টানো,
ধর্ষকের প্রাণদণ্ড চাই ।
আজি পরমকে স্মরি, বিমূর্ত চরণে পড়ি,
বছরটি কাটে যেন ভালো,
শোক যত আছে প্রাণে, রাখি তব সন্নিধানে,
শোক মুছিয়ে সান্ত্বনা ঢালো।
মম অপরাধ যত, পেশ করি হ’য়ে নত,
ক্ষমা কর ওহে দয়াময়,
তব করুণাবিহীন, আমি হব দীনহীন,
পাপভারে আমি হব ক্ষয়!
বিদায় হে পুরাতন, নবকে করি বরণ,
সঁপি হৃদয়ের অর্ঘ্যডালা,
এসো ভাই দ্বন্দ্ব ভুলি, এসো করি কোলাকুলি,
গলে পরি সখ্যতার মালা!
আজি এই শুভদিনে, যাই প্রভুর অধীনে,
নববর্ষে ক্ষমো মম গ্লানি,
গ্রাহ্য কর অনুনয়, শোন প্রভু দয়াময়,
দূর কর সর্বহানাহানি,
বর্ষ যায় বর্ষ আসে, কেউ কাঁদে কেউ হাসে,
স্বজন হারায়ে কেউ ঝুরে,
মাতৃবুক শূন্য করে তনয় অকালে ঝরে,
শোকানলে মাতৃপ্রাণ পুড়ে!
এসো ভাই দীপ জ্বালি, হৃদয়ের অর্ঘ্য ঢালি,
মঙ্গল প্রার্থনা করি আজ,
দুরাচার পরিহরি, আত্মা পরিশুদ্ধ করি,
কুকাজ ছাড়ি,করি সুকাজ!!
বিদায় বিগত সন, স্বাগতম হে নূতন,
নূতন আবার হবে জীর্ণ,
এ ভাবে আসা-যাওয়া, আনন্দে গান গাওয়া,
উৎসব হবে জনাকীর্ণ!!
বসুধার কোণে ব’সে, ডুবে গিয়ে হর্ষরসে,
সকলকে শুভেচ্ছা জানাই,
মনে সদিচ্ছা নিয়ে, শত্রুসনে মিশে গিয়ে,
বৈর ভুলি, এসো মিলে যাই।।