যাবে সখা মোর সাথে,          সজীব শ্যামল মাঠে,
                     আমাদের গাঁয় ।
যেথা মোর কাঁচা ঘর,           পাবে সেথা সমাদর
                      জীবন পাতায় ।
নদী তীরে ঘরখানি,             কলরবে বাজে পানি,
                      শুনি দিবানিশি ।  
নানারুপ শোভা ভরা,            বিশাল সবুজ ধরা,  
                     জোড়া দশদিশি ।
সেখানে কুসুম আছে,             পুলকে মধুপ নাচে,  
                      মধু খেয়ে যায় ।
বালিকারা এক সাথে,             ফুল তুলে মালা গাঁথে,
                     গেঁয়ো গীতি গায় ।
গ্রীষ্মের ছুটির ক্ষণে,               অতিথিরা খুশী মনে,
                     করে বিচরণ ।
বিরাট বটের তলে,                প্রাণ সাধে অবিরলে,
                     জন সাধারণ।
গীতি নৃত্যে শিশু মাতে,            খেলা ঘর রচে সাথে,
                     কি যে অভিরাম !
বর-কনে সাজে তারা,             সদা সখে মাতোয়ারা,
                      লীলা অবিরাম ।
সতত পাখীর গান,                মন করে আনচান্,
                      বিরহ ব্যথায় ।
সেথায় আনন্দ মেলা,              মহানন্দে কাটে বেলা,
                       স্মৃতির পাতায় ।
চলো সাথী মোর সনে,             তরু বীথি ছায়া ঘনে,
                        সুশীতল বায় ।
শ্রান্ত দেহ জুড়ায় যেথা,             মুছে যায় দুঃখ-ব্যথা ।
                        স্নেহের ছোঁয়ায় ।