আম-জামের কচি গন্ধে
         নেচে উঠে মন,
কাঁচা সবুজ আম-মাখানো
         খাবো কতক্ষণ ।
গ্রীষ্ম কালে বৈশাখী ঝড়
         ঝরায় বনের ফল ;
স্বপ্না বলে ওরে সোমা
         আম কুড়াতে চল্ ।
মা বলছে ছোট্ট মণি
         যাসনে বনের ঘোরে,
কাল বৈশাখী ছোবল দিয়ে
         উড়িয়ে নিবে তোরে ।
কে শোনে আর মায়ের মানা
         ফল কুড়াবার ছলে,
ফাঁকি দিয়ে ঢুকছে ওরা
         গহীন বনের তলে ।
জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি
         পাকা ফলের মেলা,
শিশু-কিশোর খেয়ে মাতাল
         ভুলে সকল খেলা ।
আম- কাঁঠালের ছুটি পেলো
         খোকা-খুকীর দল,
পাঠশালা যে বন্ধ হল
         তাইতো কোলাহল ।।