বর্ষা এলো আকাশ ফেটে
বর্ষা এলো ঢলে ;
ভিজে কাতর বনের পাখী
আষাঢ় ধারার জলে ।
বর্ষা এলো নদী-নালায়
বর্ষা এলো বিলে ,
ডোবা-পুকুর টইটম্বুর
বর্ষা এলো ঝিলে ।
বক শালিক ডাহুক কাঁদে
ছানাগুলোরে নিয়ে ,
মুষল ধারায় মরছে ছানা
কেউ দেখেনা গিয়ে !
অতি চপল বালক সবে
জলকেলিতে মগন
মায়ের চোখকে ফাঁকি দিয়ে
নামলো জলে কখন ?
মা ডাকছে ওরে খোকন
দুর্যোগের দিন আজ
জলে ভিজলে রোগে পড়বি
নেই কি কোন কাজ ?
পাড়ার যত দামাল ছেলে
ভাসায় ডিঙ্গা জলে,
ডিঙ্গায় চ’ড়ে পরম সুখে
খেলছে ছেলের দলে !
কবির হিয়া নাচে আজি
অঝোর ধারার ছন্দে,
তাইতো কবি কাব্য লিখে
অতিশয় আনন্দে !
রুম ঝুম ঝুম বাদল ধারা
নুপূর বাজায় পায় ,
কুলের বধূ কলসি কাঁখে
নাইতে জলে যায় ।
বৃষ্টি ঝরে একটানা সুর
ইমন রাগে বাজে
কোন্ শোড়র্ষী নৃত্যে মগন
লাস্যময়ীর সাজে ।
মন নাচে আজ তনু নাচে
মেঘ মল্লার রাগে
বর্ষা দিনের অতীত স্মৃতি
আমার মনে জাগে ।।