মুক্তি পেয়েছি আজিকে মোরা, বড়ই খুশীর দিন
স্বাধীন সকল বঙ্গবাসী, নই আর পরাধীন ।
জয় পতাকা উড়িয়ে ধরি, এই মাটিরই ’পরে
সোনার বাংলা বাঁচিয়ে রাখতে, পণ করি অন্তরে ।
সোনার বাংলাদেশ আমাদের, রবীঠাকুরের বাণী ,
জাতীয় সঙ্গীত তারি মহাদান, আমরা সবাই মানি ।
এসো এসো ভাই, সবাই মিলে গড়ি সোনার দেশ ;
ঘরে ঘরে শুরু করি আজ, শান্তি সমাবেশ ।
এগিয়ে এসো হিন্দু মুসলিম বৌদ্ধ আর খ্রীষ্টান ;  
গড়ে তুলি এক সুখের সমাজ, এক হ’য়ে সব প্রাণ ।
জাগিয়েছিলো মহান যুদ্ধে, মুজিব বঙ্গবর ,
সেই যুদ্ধে বিজয় হ’ল, ষোলই ডিসেম্বর ।
বাংলার জনক শেখ মুজিবকে জানাই প্রাণের প্রীতি
পাথর খোদিত লেখা ইতিহাস, মুছবে না এই স্মৃতি ।
বলেছিলাম বঙ্গবন্ধু, বেঁচে থাকো ভাই তুমি ,
পুণ্য করেছ বাংলার বাতাস, ধন্য করেছ ভূমি ।
হাত তুলে আশিস মাগি আজ, ওহে দয়াময়
জাতির পিতার তরে যেন ভেস্ত নসীব হয় ।
তারি এই মহা অবদান ভুলতে কি আর পারি ,
পরাধীনতার শিকল ছিঁড়েছে বাংলার নরনারী ।
মনে পড়ে সেই নর পিশাচদের নির্যাতনের কথা ;
করুণ দৃশ্য ভেসে উঠে চোখে, বুকেতে বাজে ব্যথা !
লক্ষ লক্ষ সোনার মানুষ, নীরবে দিয়েছে প্রাণ ,
রক্তে লেখা সেই ইতিহাস, থাকবে যে অম্লান ।
স্বাধীন দেশের বঙ্গবাসী, তাই মাথা উচিয়ে থাকি ,  
শান্তি স্থাপন করার তরে আরো আছে কাজ বাকি ।
উচ্ছৃঙ্খলতা নিপাত ক’রে আজ, শুদ্ধ করবো দেশ ;
সন্ত্রাস নিশ্চিহ্ন কল্পে, লড়বো যে নিঃশেষ ।
দেশের তরে হাসি মুখে যারা, সঁপেছে স্বীয় প্রাণ ;
সেই শহীদদের দয়াময় যেন দান করে ভাল স্থান ।
এসো এসো ভাই, শিক্ষা দীক্ষায় আরো ‍সমৃদ্ধ হই
কাঁধে কাঁধ রেখে বঙ্গবাসী, এক সূতে গাঁথা রই ।
পবিত্র শপথ করবো আজি মাতৃভুমির তরে ,
শান্তির প্রদীপ জ্বেলে দিই সব বাংলার ঘরে ঘরে ।
আজিকে ফিরে এলো আবার, সেই বিজয়ের দিন ,
বিজয় সুখে সুখ পাখীটি, প্রাণে বাজায় বীণ ।।