ফাল্গুন বাংলার ঋতুরাজ বসন্তের প্রারম্ভিক মাস ।
সেই ফাল্গুন, এক সাগর রক্তে রঞ্জিত বাংলার মানচিত্র !
সেই ফাল্গুন, বাহান্নর একুশে ফেব্রুয়ারী !
সেই ফাল্গুন, শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তসিক্ত লাশ…!!
সেই ফাল্গুন, নজরুলের প্রলয় বিষাণ …!
সেই ফাল্গুন, জসীমউদ্দিনের কবর কবিতা !
সেই ফাল্গুন, ভাষা আন্দোলনের দৃপ্ত প্রতিশ্রুতি !
সেই ফাল্গুন, রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা উচ্ছ্বাস ভরা
উদাসী সুরের মূর্ছনা …!
সেই ফাল্গুন, নজরুলের কারারই লৌহ কপাট ভেঙ্গে ফেল, কররে লোপাট …!
সেই ফাল্গুন, বাংলার স্বাধীনতা অর্জনের পরোক্ষ হাতছানি…!
সেই ফাল্গুন, নগ্ন পায়ে হাঁটার দিন …।
সেই ফাল্গুন, অশ্রু ঝরানোর দিন …
সেই ফাল্গুন, শহীদ মিনারে পুষ্পার্পণ করার দিন …।
সেই ফাল্গুন, শহীদের আত্মাকে স্মরণ করার দিন …।
সেই ফাল্গুন, লাখো শহীদের আর্তনাদ …।
সেই ফাল্গুন, এক উদাত্ত আহবানের বজ্রকণ্ঠ !
সেই ফাল্গুন, বীরাঙ্গনাদের আর্ত চিৎকার !
সেই ফাল্গুন, চির জাগ্রত মায়ের বুক ফাটা আহাজারিতে …!
সেই ফাল্গুন, চির বিদ্যমান বোনের অশ্রুধারাতে …!
সেই ফাল্গুন, একুশের প্রভাত ফেরি …!
আজ সেই ফাল্গুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস !
সেই ফাল্গুন, বাংলার রক্তার্জিত সম্পদ …!
সেই ফাল্গুন, বাঙ্গালীর অহঙ্কার …!
সেই ফাল্গুন এর স্লোগানঃ অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মত বাঁচতে চাই, পিন্ডি না ঢাকা, ঢাকা, ঢাকা ! রাষ্ট্রভাষা বাংলা চাই ...!
সেই ফাল্গুন, বাহান্ন সালের রক্ত রঙ্গীন, চির স্বাধীন, অবিনশ্বর –
চির অমর, সেই ফাল্গুন চির অম্লান …!
সেই ফাল্গুন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী –
আমি কি ভুলিতে পারি …???