কবিতাটি আশা করি সবার ভাল লাগবে যদিও পোস্ট করতে বিলম্ব হয়ে গেলো ...ধন্যবাদ


স্বাধীনতা ২৬শে মার্চ,   (ঐতিহাসিক কবিতা)
দীনেশ পিটার রেগো      (সিলভার স্প্রিং মেরিল্যান্ড )


স্বাধীনতা দুর্লভ বস্তু যা রক্ত দিয়ে কেনা
রক্ত ছাড়া এ সম্পদ কেউ কিনতে পারে না
এমন খদ্দের ধরাতলে কোথাও মিলবেনা -
ভালো করেই তা জানি।
বাংলাকে কেনা হয় এক সাগর রক্ত দিয়ে
একুশ হতে মার্চ, ষোলই ডিসেম্বরে গিয়ে
তিরিশ লাখ প্রাণ দিল বিনামূল্যে বিলিয়ে-
লভিল স্বদেশখানি।
পঁচিশের কালরাতে যে গণহত্যা ঘটলো
পাকিদের সহযোগী রাজাকাররা জুটলো
নিরস্ত্র প্রাণের রক্তধারা রাজপথে ছুটলো -
অঢেল রক্তের নদী!!
সেই রাতে বারুদ গন্ধে রাজধানী গেলো ছেয়ে
অসংখ্য শ্রমিক দোকানী,মরলো কত নেয়ে
রাজপথে যত মজুর মারলো ঘুমন্ত পেয়ে-
যুদ্ধ চলল নিরবধি!
দেশপ্রেমের এমন শক্তি কভু দেখিনাই
একতাই বল, সে প্রমাণ মুক্তিযুদ্ধে পাই
স্বাধীন হবে বঙ্গবাসী, বলেছে মুজিব ভাই-
ফলেছে মুজিবের কথা।
পদ্মা মেঘনা যমুনা এই বাংলার ঠিকানা,
শান্ত মায়ের আঁচল-পাতা আমার আস্তানা
সোনার বাংলা স্বাধীন ভূমি, সকলের জানা-
শহীদ ঘুমায় যেথা।
নয় মাসের যুদ্ধ কালে দুর্ভিক্ষ গেলো ছেয়ে
পিতামাতা হারালো তাদের অবোধ ছেলেময়ে
তবু সবার স্বপ্ন ছিল স্বাধিকার যাবে পেয়ে-
এই সত্য ছিল খাঁটি।
বুকে শোকের ব্যথা, তবুও স্বপ্ন জীবনময়
একটি দেশ ছিনিয়ে আনা সহজ কথা নয়
মাতৃভূমি ছিনিয়ে আনতে রক্ত হয়েছে ক্ষয়-
রক্তের বদলে মাটি!
স্বাধীন নয় যে দেশ বা জাতি, হতভাগ্য তারা,
যথা অবোধ শিশু ভাগ্য দোষে হয় মাতৃহারা
স্বাধীনতার সুখ-বঞ্চিত যুদ্ধ করলো যারা-
তারাই মুক্তি বাহিনী!!
বোন কাঁদে ভাই হারিয়ে, মা কাঁদে খোকার তরে
ফিরে এলোনা জীবন সাথী, হারালো চিরতরে
ফিরলোনা গাঁয়ের ছেলে, বঞ্চনায় গেলো ঝরে-
তাদের কাছে দেশ ঋণী !!
মাটির ঘ্রাণে পুলক খেলে কৃষকের মনে,
কৃষক বধূ সুখে মাতাল নবান্নের ক্ষণে
বঙ্গ শিশু জড়িয়ে খেলে কাদা মাটির সনে-
সে নয়নাভিরাম দৃশ্য !!
শেখ মুজিব ছিল বুদ্ধিজীবী দুঃসাহসী বীর!
মুক্তি নেশায় মত্ত যে জন সংগ্রামে অধীর
তারি ডাকে বঙ্গ যুবক যুদ্ধ করলো স্থির-
যুদ্ধ দেখল চেয়ে বিশ্ব !!
বহু কথা থাকবে বাকী কবিতার সুর- ছন্দে,
পাকি হতে মুক্ত আমরা, নই আর দ্বিধা-দ্বন্দ্বে
শোকের ব্যথা বাজবে বুকে ভালোয় কিবা মন্দে-
বাংলা ভাষা আমার গর্ব !
বাংলাতে হাসি-কাঁদি, বাংলাতে বলি কথা
বাংলাতে দেশের গান গাই প্রকাশি মনোব্যথা
বাংলাতে আমি ঘর বেঁধেছি মাতৃ ভবন যেথা-
বাংলা হয় না যেন খর্ব।
আবার যদি জন্ম হয়, বাংলাতেই চাই স্থান
বাংলা আমার মণি-কাঞ্চন,বাংলা আমার প্রাণ-
আমার প্রাণে ভরি রাখবো বাংলা-মাটির ঘ্রাণ !
এই বাংলা প্রেমের খনি !!
গরব করি বাংলা আমার বহু স্মৃতির দেশ
ধনী-গরীব সবার মাঝে প্রীতির সমাবেশ
বাংলা মায়ের স্নেহ-মমতা হয় না যেন শেষ-
এই বাংলা নয়ন মণি !!