প্রাণো সখী, আমি প্রেম ভিখারী ,তা কি তুমি জানো ?
দাও না ধরা, ঘুমের ঘোরে পরাণ ধরি’ টানো !
তোমার ছবি স্বপনেতে ভাসে চাঁদের মতন,
জাগরণে আমায় তুমি করনাতো যতন ।
বাস্তবে তব অস্তিত্ব চাই, এই জীবনের তরে
তুমি বিহীন অন্তর–আত্মা বাঁচবে কেমন করে?
তুমি আমার জীবন তরী , আমি তারি নেয়ে ,
প্রেম নদীতে ভাসিয়ে তরী চলবো সদা বেয়ে।
সৃষ্টির ধারা ভালোবাসা স্বর্গ হতেই আসে,
প্রেম রচনায় নরনারী, কাঁদে আবার হাসে !!
মানব প্রেমের হাসি কান্না, সে আদি হতে অন্ত !
আদম-হবার প্রেমেও ছিল দিব্য ষড়যন্ত্র !!
প্রেম-বাঁধনে বিষাদ আসবে, এটি চির সত্য
ফুলের বনে মধুপ থাকে, মধু চয়নে মত্ত !!
পিতা মাতার থাকবে বাধা, ওসব কিছু নয়,
তোমার আমার জীবন মাঝে বিধি স্বয়ং রয়।
প্রথম তোমার দেখা মেলে, সোনালী এক সাঁঝে!
তখন হতে তব বসতি, আমার হৃদয় মাঝে !
ভালোবাসা দিবসে আজ, প্রেমের ধ্বজা ধরি !
মহানন্দে নিকটে আসো, মালা বদল করি।।