বীর বীরাঙ্গনার কৃতিত্ব খ্যাত ও রূপেগুনে ভরপুর,
সকলের সেরা গ্রাম আমার স্নেহের গড় জয়পুর ।
ও গো আমার জন্মভূমি দাও গো আমায় বর দান,
জন্মতো তোমারই কোলে,যেন পাই মরনেও স্থান।


ঐতিহ্যের প্রকাশ সর্বত্রব্যাপী আজ ও দীপ্যমান,
রাজপ্রাসাদ,পাথরঘর,বহ্ন প্রত্ন তত্ত্ব এর প্রামান।
দুরদুরান্তে খ্যাতি স্বর্ণদুর্গা রূপী মহামায়ার দর্শন ,
রাজা,রাজমহল করে অবিরল সকলে আমন্ত্রণ।


কাঁসাই নদীর তীরে অতি প্রাচীন দেউলের স্মৃতি,
উঁচু নিচু ভুমি,জঙ্গলে ঘেরা এক অনবদ্য প্রকৃতি।
মালভূমির কোলে মোর মাতৃভূমি যার দৃশ্য অপূর্ব,
প্রতিবেশী যার অযোধ্যা পাহাড় দূর নয়কো স্বর্গ ।


অগ্ৰাহায়ণের শীতল  রাসপূর্ণিমায় তোমার বরণ,
তৃপ্ত সকল গ্রামবাসী রাসের অফুরন্ত মনোরঞ্জন।
পৌষ পার্বণে পিঠে,রং বেরং টুসু ও গীত মধুর,
সংস্কৃতির ঐক্যতানে আজও বর্তমান গড়জয়পুর।


ফাল্গুনে পলাশ বনে,ফোটে মন মাতানো লাল ফুল,
বসন্তের আগমনে পাখি গাই গান আনন্দে ব্যাকুল।
কি হিন্দু ,কি মুসলিম হৃদয় রেখেছে হৃদয়ের মিল,
হোলি উৎসব খেলে সব আকাশ রঞ্জিত লাল নীল।


তোমারে বর্ণনা নয়কো কল্পনা সত্যতার অর্চনা,
যেখানে যায় তোমারই স্বরণে পায় একি মহিমা?
বাল্যকালের অমুল্য স্মৃতি মনমধ্যে বিস্তৃত সুদূর,
সকলের সেরা গ্রাম আমার স্নেহের গড় জয়পুর।