প্রনাম জানাই তোমারে ও ভারত মায়ের বীর সন্তান,
ধন্য তুমি,ধন্য তুমি,ধন্য তোমা দেশভক্তি ও বলিদান ,
জন্মদাত্রীরে রেখে দুরে, মাতৃভূমিরে আপন করে,
বক্ষে তোমা রক্ত ঝরে, তবু লড়ছো আপ্রাণ,তোমারে প্রনাম।


অত্র আশ্চর্য নেশা না মরনে ভয়,না বাচাঁর অভীলাষা,
হৃদয়ে আছে কেবল মাতৃভূমির প্রেম ও  ভালোবাসা,
দগ্ধ পৃথিবীর বায়ুর কোলাহল,রাক্ষসি সমুদ্রের উথল পাথল,
প্রতিকূল পরিস্থিতি ও অক্ষম ভাঙ্গতে তোমা প্রবল মনোবল।


দূর্গম পাহাড় উচুঁ নীঁচু পথ হাড় গলান শীত বইছে অনবরত,
নিশুতির কালো ঘন ছায়ার আড়ালে শত্রুর আক্রমণ উদ্যত,
তোমা গর্জনে কাঁপে শত্রু, আঘাতে হয় পরলোকেধাম,
তোমা শৌর্য ও বীরত্বের কথা যুগ যুগান্তরে হইবে দীপ্যমান ।


গর্বিত মোরা,গর্বিত এই জন্মভূমি পেয়ে তোমারে সন্তান,
তোমা সমর্পণে সমর্পিত আজ মোদের স্বভিমান,তোমারে প্রনাম।