মানুষ মানুষ এক যদি হয় ,কেনই তব তুলনা হয়?
একের চিন্তা ধারণা অপরে কেন মানতে বাধ্য হয়?
চাওয়া পাওয়া এক হয়না, না হয় অভাব স্বভাব,
যদি পার পৃথক রাখো,তাদের আসল অন্তর ভাব ।


কান্না মানে দুঃখ নয়, এ তো আনন্দে ও আসে,
হাসি মানে খুশি নয়, যা থাকে বেদনার ভেসে।
সুখ ও শান্তি এক যদি হয়,কেন হয় টাকায় পরিচয়?
কেনই বা হেন অসংখ্য মানুষ সর্বত্যগে সন্যাসী হয়?


মান ও অভিমান উভয়ের সম্পর্ক যদিও সম্মান ,
তোমা হবে দম্ভ ,মোর ভালোবাসার কারণ বর্তমান।
আশা বা প্রত্যাশা এর মধ্যে ও নিহিত জিজ্ঞাসা,
তোমা পানীয় জলে তৃপ্ত কি মোর নিবিড় পিপাসা?


তোমা অধীন কেন হবে মোর ইচ্ছে নিয়ন্ত্রনাধীন?
আমিও তো মানুষ বাঁচতে দাও না আমারে স্বাধীন?