আমি নুর হোসেনের মা,সেই নুর হোসেন
যার বুকে পিঠে কে বা কারা লিখে দিয়েছিল,
"স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক"
স্বৈরাচার কি আমি জানিনা, আমার নুর হোসেন ও জানতো কিনা জানিনা।


তবে সবাই জানে নুর হোসেনের লাশ,
কারো জন্য আঘন মাস আর কারো জন্য সর্বনাশ হয়েছিল,
কারন সবাই প্রত্যক্ষ করেছিল মুক্তিপ্রাপ্ত গনতন্ত্র,কেমন করে গৃহপালিত হলো,কারো সদনে কারো ভবনে।


যার ফলে আবারো দাবি উঠলোঃ
পরিবারতন্ত্র নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক।


প্রকাশিত কাব্যগ্রন্থ "চিরদিন স্বদেশ থেকে উৎকলিত।