আঘাত পেতে পেতে,
মানুষ কোথায় যাবে আর?
খুব বড়োজোর আয়নায় দাঁড়িয়ে
হেসে বলবে -
কি সহ্য ক্ষমতা আমার।