কৃষ্ণপক্ষের তমসাচ্ছন্ন রাতে যে তারা গুলো তার একটু আলো দিয়ে পথিকের পথ দেখায়,
তোমার গভীর চোখের মায়া আমার কাছে আজও তাই।


বসন্তের শেষ পলাশ তার আগুন ঝরানো রঙের ছটায় ব্যর্থ প্রেমিকের বুকে যে প্রেমটুকু জাগিয়ে রাখতে চায়,
তোমার লাল ঠোঁটের মায়া আমার কাছে তাই ।


কালবৈশাখীর কালো মেঘের মেলা যেমন ঝড় তোলে,উথালপাথাল করে প্রকৃতি, তোমার এলোমেলো চুলের গোছা আমার কাছে তাই ।


মেঘের আড়াল থেকে পূর্নিমার চাঁদ যেভাবে উঁকি দিয়ে ডাকে ,তার রূপে আলোয় আলোকিত হয় ধরা ,জেগে ওঠে প্রেম ,তোমার মুখের আভা আমার কাছে তাই ।


কোকিলের কূহুতান যেমন বয়ে আনে ঋতুরাজ বসন্তের বার্তা ,প্রেমের মরশুমের বার্তা ,প্রিয় তোমার কন্ঠে আমার নাম আমার কাছে তাই ।


প্রকৃতির খামখেয়ালি নিত্য পরিবর্তন ,কখনো বসন্তের রঙে রঙিন কখনো বজ্রপাতের কালো মেঘে ঢাকা ,তোমার মনটাও আমার কাছে তাই ।