যদি কোনো বসন্তের বিকেলে, কোনো লাল রাঙা পলাশ বনের সামনে বসে যদি তোমার হাতে হাত রেখে বলি, ভালোবাসো? কি জবাব দেবে?


যদি গ্রীষ্মের এক তপ্ত দুপুরে একগুচ্ছ চাঁপাফুল তোমার খোঁপায় গুঁজে দিয়ে প্রশ্ন করি ভালোবাসো, কি জবাব দেবে?


যদি বর্ষার প্রথম বৃষ্টিতে একসাথে ভিজতে ভিজতে জিজ্ঞাসা করি ভালোবাসো, কি জবাব দেবে৷


যদি শুভ্র কাশের বনের মধ্যে হাতে হাত রেখে হারিয়ে যাই, পথ খুঁজে না পেয়ে যদি কানে কানে জিজ্ঞাসা করি ভালোবাসো, কি জবাব দেবে?


কোনো কুয়াসা ভেজা সকালে, হলুদ সর্ষে খেতের প্রান্তরে একান্ত যাপনের কালে যদি প্রশ্ন করি ভালোবাসো, কি জবাব দেবে?


যদি কোনো মায়াবী জ্যোৎস্নার আলোয় কপালে চুম্বন করে জিজ্ঞাসা করি ভালোবাসো, কি জবাব দেবে?


যদি তোমার প্রতিদিনের অভ্যাসে জড়িয়ে থেকে প্রতিদিন জিজ্ঞাসা করি ভালোবাসো, কি জবাব দেবে?