বৃষ্টি হচ্ছে
ব্যাঙ লাফাচ্ছে
ডাকছে গ‍্যংঙর ঘ‍্যংঙ।
বিজলী চমকায়
মেঘ ডেকে যায়
পিছলে পড়ে ম্যাম।


একি কাণ্ড!
এক প্রকান্ড!
দোলনায় দুলে হাতি,
বনের পশু
ঘোড়া গরু
ধরলো মাথায় ছাতি।


বিলে ঝিলে
বন্ধু মিলে
কাঁদায় মাখামাখি,
মটর শুটি
কৈ চিংড়ি পুঁটি
জাল ফেলে ঝাপটে ধরি।


নদী খালে
নৌকা  বেয়ে
কোনসে বধূ যায়!
সূর্য্য মামা
চাঁদ মামা
নূপুর পরালো পায়।


জঙলার জোঁক
গুইসাপ পোক
চোখ মেলে কি চায়?
আবুল বোকা
গোবর পোকা
মিটিমিটি তাকায়।


ওগো দিবা
সঙ্গে নিবা
খাওয়াবে কি ঝালমুড়ি!
তোমায় দেখে
গেলো বেঁকে
পাশের ঘরের বুড়ি!


এই বর্ষায়
মনটা হারায়
সবাই করে ছল।
মানসিক বুদ্ধি
প্রেম শুদ্ধি
ভাবি আবোল তাবোল!!