সিংহ নাকি বনের রাজা
পন্ডিত বিড়াল মন্ত্রী তাঁর,
টুকটুকির ভয়ে সাপ পালায়
পিঁপড়ের পাহারায় সিংহদ্বার।


মধুর সুরে ব্যাঙ ডেকে যায়
শত্রু আসবে বলে ,
রুই কাতলায় পাহারা দেয়
মশা চলে দলে দলে।


ভাল্লুক মশাই শিক্ষা দেয়
হরিণ ছাত্র তাঁর,
হাতি বসে আঙ্গুল চিবায়
মাকড়শা খেয়ে পগাড়পার।


কুমির গাছের ফল খেয়ে যায়
বাঘ মামা খায় গাজর,
ভাল্লুক খায় পান্তা ইলিশ
পেঁচা লুকায়, লাগবে বলে নজর।


শেয়াল পায় বোকামির দন্ড
গাধার গলে জ্ঞানীর পুরস্কার,
দিনের বেলায় ঘুমায় সবে
রাতের কাজে চালায় সংসার।