হৃদয় জুড়ে যাহার ছবি
ভালোবেসে রাখি,
ঘুমে বা জাগরণে যারে
স্বপ্নে আমি দেখি,
তারেই ভালোবাসি আমি তারেই ভালোবাসি।


তার কাজল কালো হরিণী চোখে
পড়ে থাকি মায়ায়,
তপ্ত রোদেও শান্তি মেলে
তাঁর, আপন রূপের ছায়ায়।
সেই যে আমার প্রিয়া
চাঁদের হাসিও তাহার কাছে হয়না তুলনা।
সযতনে অন্তরেতে যত্নে পুষে রাখি
তারেই ভালোবাসি আমি তারেই ভালোবাসি।


যখন আলতা পায়ে এঁকে বেঁকে
মেঠো পথে হাঁটে,
মনানন্দে গান গেয়ে যাই
হিজল তলীর বাঁকে।
সেই যে আমার প্রিয়া
আঁধার রাতে রূপের আলোয় উজ্জ্বল জোছনা।
মিষ্টি স্বরে ডাকে আমায় সে যে ময়না পাখি।
তারেই ভালোবাসি আমি তারেই ভালোবাসি।