আবার আসব, আবার হাসব
আবার কাঁদবো , দেখব জীবের খেলা;
মানব জনম যদি না পাই গো আর
রাধা গোবিন্দে গলে কি করে পরাব মালা।


জীবন কাটাইনু আমি,             সংসার যাতনায়
               ভোগ লালসায় মাতি মত্তে;
মন্দির মার্জনে,         হরি কথা শ্রবণের হয়নি সময়
                 সংসার দাবানলের শর্তে।


যাইনি কোন সাধু সঙ্গে,          নিলাম নে পদ ধূলি
                   ভিজাইনি চক্ষু কৃষ্ণ নামে;
গুরু মন্ত্র সার ,                   জপ হয়নি আমার
           অমৃত সুধা পান করিনি কারো সনে।


এই দেহ অন্ত্রে ,              স্নান করিনি কৃষ্ণ মন্ত্রে
                 বয়স ষাটের কোঠায়;
চুরাশি লক্ষ যৌনি ,              ভ্রমণ করবো জানি
             ভাবি, কি হবে আমার উপায় ।


হবো পক্ষী বৃক্ষ,                     অনু সম কীট
                 মল মূত্রে করবো বাস;
আত্মা কাঁদবে,                      হরি না বলবে
                পাপী অধম দীপক দাস।


তখন ইচ্ছে করবে ,             রাধা কৃষ্ণ পূজতে
                 শুধু অনলে পিষব মাথা;
ভক্ত পদ ধূলিতে,                    স্নান কেলিতে
              হৃদয় কুহুক চিৎকারে গাঁথা।


আমি কে? তুমি কে?              আমি তুমি আত্মা
          এমন মানব দেহ পাবো না গো আর;
সুখে হরিতে মজে,               দুঃখে না গো ভজে
                 হয়ে যাবে ভব নদী পার।


কৃষ্ণ দাসানুদাস দীপক বলে,        এই মায়ার সংসারে
                কর সফল দুর্লভ মানব জনম;
রাধার করুণা পাবে ,                 নিত্য এই ধরাধামে
             নিত্যকর্ম করে কর হরির ভজন।