সবার হৃদের স্পন্দন  জুড়ে
ধ্বনিত, বাবা তোমার নাম,
সাতটি বছর পার হয়ে গেল
কমেনি তোমার যশ, খ্যাতি, সুনাম।


হাজার হাজার ছাত্রছাত্রীর আদর্শ তুমি
দিলে উত্তরণের পথ,
ইংরেজির ভয় কাটিয়ে সফল করে
দিলে পুষ্প বিজয়ী রথ।


আজো সবাই তোমায় স্মরণ করে
গর্ভ করে বলে নাম,
শ্রদ্ধা ভরে বুক ফুলিয়ে
করো জোড়ে করে প্রনাম।


স্বপ্ন ছিলো তোমার একটি ঘর বাঁধার
সেই স্বপ্ন সত্যি হলো আজ,
সেই স্বপ্নের ঘরে নেই তোমার বিচরণ
বাবা, সকাল দুপুর সাঁঝ।


আজ তোমার সন্তানেরা তোমায় খুঁজে
ব্যস্ততা বা অবসরে,
তোমার দর্শন, তোমার দীক্ষায় আলোকিত মোরা
এই পৃথিবীর পরে।


হারানোর বেদনা সেতো অন্তর পুড়ে ছাই
দুচোখে ক্রন্দন বিষাদ,
তোমার আদর্শে যেন চলতে পারি ভবে
দূর থেকে বাবা করো আশীর্বাদ।


দেবুর বাবা জহর লাল স্যার কে নিয়ে লেখা