পৃথিবীটা যেন এক তাশের ঘর
চারদিকে বেদনার বালুচর,
প্রিয়জন নিয়ে সুখের খেলাঘর
ওপারের ডাকে সব হলো পর।


যদি এমনি ভাঙবে স্বপ্ন রঙিন হয়ে
কেন দিলে আকুল ভরা প্রেম,
কাঁচের মতো কেন চূর্ণ হৃদয়
বলোনা রাধাপ্রিয় শ্যাম।


আজি প্রতিটি ক্ষণ যেন বছর সম
তুমি হীনা প্রানের নিবাস,
প্রতিটি রাত যেন অমাবশ্যার কালো
ছায়া হয়ে হৃদে বসবাস।


কেন দুচোখে অশ্রুধারা গড়িয়ে পড়ে
মানে না যে সকাল দুপুর,
সবে এসে দেখে যায়,সান্ত্বনা দিয়ে যায়
এমনে বাজেনা তো সুর।


বিধাতা কেন তুমি এমন হলে
নিয়তির ছলে দিলে হার,
সুখ ভালোবাসা বলে শব্দ গুলো
এজীবনে রবে না তো আর।


তোমার কাছে বিধি মিনতি জানাই
করে দাও মেদিনী ফাঁক,
সেখানেই যাবো প্রতীক্ষায় আছে মোর প্রিয়
মাটির দেহ মাটিতেই মিশে যাক।