ভালোবাসি বলেই তোমাকে নিয়ে ঘর বেঁধেছি,
ভালোবাসি বলেই তোমার চলার সাথী হয়েছি,
ভালোবাসি বলেই তোমাকে জীবন সোঁফে দিয়েছি,
ভালোবাসি বলেই তোমার হাতে হবে জীবনের অবসান, স্থির করে নিয়েছি।


কিন্তু বুঝতে পারিনি তোমার উদাসীনতা,
আমার মৌনতায় তোমার লুকিয়ে চলা।
আমার ভালোবাসার ফুল গুলো ছিঁড়ে ফেলা,
কঠোরতায় অবহেলায় নিজেকেই হারিয়ে ফেলা।


কিন্তু কেন! তুমি তো এমন ছিলে না,
এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতে না।
বাড়িতে এসেই জড়িয়ে ধরা ছিল তোমার দর্শন,
বিরক্তি, ব্যস্ততাই যেন ঘিরে রেখেছে এখন।


প্রিয়, আমি কি কোনো ভুল করেছি,
না , আমি পুরোনো হয়ে গেছি সময়ের ব্যবধানে,
নাকি পুরোনো প্রেম জাগ্রত হয়ে আছে তোমার মনে,
না, তুমি এমনি! কিছু দিন করেছো অভিনয় আমার সনে।


ফিরে এসো প্রিয় সেই প্রথম দিনগুলোর  মতো করে,
তোমার পথ চেয়ে থাকি আমি সেই আগেরই মত করে।
তোমার অন্তরের সুপ্ত ভালোবাসা গুলো বিলিয়ে দাও আমার তরে।
এসো হাতে হাত রেখে বাকি জীবন শেষ করি
প্রেম প্রীতি ভরা ভালোবাসার ডোরে।


কবিতার মূলভাব ও পরিকল্পনা: Diba