এই পাড়ে দাঁড়িয়ে ভাবি মোরা
ঐ পাড়েরই কথা ,
স্বর্ণ সুতায় বাঁধা আছে সবই
নেইতো ব্যকুলতা ।


এই পাড়েরই কষ্টের ঢেউ
মিশে যায় এই তীরে ,
ঐ পাড়ের তীর সোনা দিয়ে মোড়ানো
নদীর বুক ছিঁড়ে ।


অনেক ভেবে পার হই মোরা
দুঃখ ভরা তীর ,
ঐ পাড়ের সুখের আলোয়
আমরা  যে এক একটি বীর ।


সুখ শান্তি আর আনন্দেতে
কেটে যায় যে বেলা ,
তন্দ্রাক্ষণে পড়ে মনে একূল ভাঙে ঐকূল গড়ে
নদীর এইতো আজব খেলা ।


জেগে ওঠে দেখি আমরা
বাস্তবতার মুখ ,
দুকূলেই যদি দুঃখ ভরা নদীর
কোথায় তুমি সুখ?