দাঁড়িয়ে আছি টিবির উপরে
চারিদিকে সবুজ গ্রাম।
সুজলা সুফলা শস্য শ্যামল
রফিকপুর তার নাম।


আমরা তিন জন হাঁটছি মাঠে
প্রকৃতির অপার ডাকে,
বিলের ধারের পাকপাখালীর ডাক
বেলা শেষে বাড়ি ফিরে।


আযানের সুর  সুমধুর
শুনি মসজিদ পানে,
ইফতারিতে বেতিবেস্ত সবে
আযানের আহবানে।


হিন্দু রমণী উলুধ্বনি দেয়
সন্ধ্যা প্রদীপ হাতে,
ধুয়ে মুছে সব করছে সাফ
মন্দিরে, কাঁসার ঘন্টা বাজে


গোধূলি বেলায় কার্য সম্পাদন
ধর্মীয় রীতি মেনে,
হিন্দু মুসলিম প্রীতির বন্ধন
আমাদের গ্রামে মেলে।