জন্মেই মাকে হারিয়েছি,
মায়ের অকৃত্রিম ভালোবাসা কেমন তা বুঝিনি।
কখনো খুঁজে পাইনি মায়ের কোলের আদর,
আদরে মোড়ানো ভালোবাসার চাদর।
কখনো খেলা করিনি মায়ের কোমল বুকে,
মাতৃ স্তন পান করিনি আদর করিনি মুখে।
করিনি কভু জেদ ধরিনি কভু বায়না,
মায়ের বিহনে দিন কাটে, সেটাও বুঝিনা।


কিন্তু আজ অঝোরে অশ্রু ঝরে,
মাতৃ বিহনে মন কেঁদে যায়, থাকি কেমন করে;
গর্ভধারিনীর সান্নিধ্য পাইনি,পেয়েছি অনেক মায়ের আদর।
দুঃখের দিনে বুক পেতে দিলো, ভালোবাসার চাদর।


আম্মা বলে ডাকি, বোন পলির মা'কে
এক কন্যা আর পুত্র আমি,
ভালো মন্দ সব কিছুই ভাগ করে রাখে!


জেঠিমা, কাকী ,বৌদি , নতুন মা , পিসিমণি
পুত্রতুল্যে সোহাগ করে , ভালোবাসে
আমি যে তাঁদের চোখের মণি।


শাশুড়ি মা ডাকে বাবা বাবা করে
চুপ করে থাকি আমি
যেন ডাকে বারে বারে।


আনন্দময়ী মা ,সুতপা মায়ের দিপু, বাপ্পি মায়ের বাবাজী
ভালোবাসা আর স্নেহ পাবো বলে
আশায় বুক চিরে থাকি।


চোখে জল চলে আসে যখন কণা মা ডাকে বাবাই
এই এমন ভালোলাগা , গা যে দেয় কাটা
মা, কি করে তোমাকে বুঝাই।


এমন নাম না জানা শত মায়ের
ভালোবাসা মাগো করছি স্বীকার,
তোমাদের ভালোবাসার শক্তিতেই যেন আমার কাটে আঁধার।