কারো আপন হইলোনারে মন
ঘাটে ঘাটে ভিড়লো তরী, আমার
সুখ যে কিছুক্ষণ।


নীল দরিয়া দিই যে পাড়ি
একটু সুখের আশে
এপাড় ভাঙে ঐপাড় গড়ে নদীর
সর্বনাশা ঝড়ে।
জীবনটা মোর বিশাল একটা খাদ
উপর নীচে প্রতারণার ফাঁদ
দিবানিশি হাবুডুবু খেয়ে আমার
কেটে যায় জীবন।


মাঝ নদীতে উঠলে তুফান
পরান কাঁপে ডরে
অভাব স্রোতে যায় যে প্রিয়া
অন্য কারো ঘরে।
জীবন খেলা বুঝা বড় দায়
মাঝ দরিয়ায় বাইতে তরী ভাবি নিরালায়
আর কতকাল বইবো এ ভার
সাধের এই জনম।